রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রিমি যখন ক্যামেরার শিল্পী

সাংস্কৃতিক প্রতিবেদক

রিমি যখন ক্যামেরার শিল্পী

শুধু রাজনীতিই নয় শখের বশে ফটোগ্রাফিও করেন তাজউদ্দীন আহমদের কন্যা এমপি সিমিন হোসেন রিমি। সুযোগ পেলেই ক্যামেরার ফ্রেমে বন্দী করে ফেলেন প্রকৃতি, মেঘ, আকাশ ও মানুষকে। একান্ত ভালোলাগা আর ভালোবাসা থেকেই প্রকৃতির ছবি তুলে থাকেন সিমিন হোসেন রিমি। তার তোলা আলোকচিত্র দিয়ে একক প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি টোয়েন্টি ওয়ান। গতকাল সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানা। ক্যামেরার আলো-আঁধারিতে বাংলাদেশের রূপ প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন এমপি সিমিন হোসেন রিমি। অসুস্থ থাকার কারণে উদ্বোধনীতে উপস্থিত থাকতে পারেননি বলে লিখিত বক্তব্য পাঠিয়েছেন রিমি। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার তোলা ছবি আমার আনন্দের একান্ত নিভৃত প্রকাশ। ১১৪টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। আগামী ২ জানুয়ারি শেষ হবে এ প্রদর্শনী। শেষ হলো উদীচীর সাংস্কৃতিক সম্মেলন : সাম্রাজ্যবাদ ও ধর্মীয় মৌলবাদ— এই দুইয়ের বিরুদ্ধে একসঙ্গে নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শেষ হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। গতকাল সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারে নানা বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন বিভিন্ন জেলা ও শাখা থেকে আগত উদীচীর শিল্পী-কর্মীরা।

সর্বশেষ খবর