রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে রিপোর্ট তৈরি এবং রিপোর্টে চিকিত্সকদের স্বাক্ষর নকল করার অপরাধে মিরপুর-১ এলাকার পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন। ডায়াগনস্টিক  সেন্টারগুলো হলো- মেডিসোন ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, মেডিনেট ডায়াগনস্টিক সেন্টার, সাইক ডায়াগনস্টিক সেন্টার ও ডা. আমান মেডিকেল সেন্টার।  

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সব ডায়াগনস্টিক সেন্টারেই এমন দুটি সমস্যা ছিল। তারা মেডিকেল রিপোর্ট তৈরিতে যে কেমিক্যাল ব্যবহার করত তার অধিকাংশ ছিল মেয়াদোত্তীর্ণ। রিপোর্টে ডাক্তারদের স্বাক্ষর জাল করে ব্যবহার করা হতো। এ ছাড়া তিনটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ ছিল।

সর্বশেষ খবর