শিরোনাম
সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস বুধবার চালু

বেনাপোল প্রতিনিধি

খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস বুধবার চালু

আগামী বুধবার চালু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস। ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলার পর এটি হবে দুই দেশের মধ্যে তৃতীয় সরাসরি বাস সার্ভিস। কলকাতা-খুলনা ভায়া যশোর রুটের এই বাস সার্ভিসের শুভ সূচনা হবে কলকাতা  থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বাস যাত্রার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে সীমান্তের দুই পাশে সাজ সাজ রব অবস্থা বিরাজ করছে। সার্কভুক্ত দেশের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল মোটর ভেহিকেলস্ অ্যাগ্রিমেন্ট (বিবিআইএন-এমভিএ) এর আওতায় এই বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র মতে, বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল মোটর  ভেহিকেলস্ অ্যাগ্রিমেন্ট (বিবিআইএন-এমভিএ) এর  ফ্রেন্ডশিপ মোটর র্যালি শেষে ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারি, খুলনা-কলকাতা বাস সার্ভিস চালুর এ ঘোষণা দেন। এ বাস সার্ভিস দীর্ঘস্থায়ী করতে ইতিমধ্যে এডিবির টাকায় কলকাতা-পেট্রাপোল জাতীয় সড়ক চার লেনে উন্নীত করা হবে। খুলনা-কলকাতা ভায়া যশোর রুটে সরাসরি বাস সার্ভিস চালু হলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, বাগেরহাটের খানজাহান আলী মাজারসহ খুলনার বিভিন্ন এলাকায় বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। বিকাশ হবে পর্যটন শিল্পের। খুলনার সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্যের আরও বিকাশ ঘটবে। এ ছাড়া খুলনা অঞ্চল থেকে চিকিত্সাসেবার জন্য ভারত ভ্রমণকারী পাসপোর্টধারীদের দুর্ভোগ অনেকাংশে কমবে। মোট কথা বন্ধুপ্রতিম দুই- দেশের মধ্যে রাজনৈতিক, আর্থসামাজিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন এবং সহজ হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর