শিরোনাম
সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

২০০ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে

বিভাগের সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পৌরসভা নির্বাচনে জনসমর্থনে প্রায় ২০০ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে বিভাগের সাংগঠনিক সম্পাদকের রিপোর্টে উঠে এসেছে। গতকাল রাতে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌর নির্বাচন কেন্দ্রীয় মনিটরিং কমিটির বৈঠকে এমন তথ্য তুলে ধরেন তারা। এ ছাড়াও নির্বাচনী প্রচার ও বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করতে সাত বিভাগের জন্য সাতটি পৃথক কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে। এমপি নন এমন কেন্দ্রীয় নেতা, শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিয়ে এ টিম গঠন করা হয়েছে।

দলের প্রেসিডিয়াম সদস্য ও মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রধান ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, একেএম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন প্রমুখ। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা পর্যালোচনা করেছি, ২০০টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা লিডিং পজিশনে আছেন।   

প্রচারে নামছে সাত টিম : ঢাকা বিভাগে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে এ টিমের সদস্যরা হলেন নূহ-উল আলম লেনিন, আহমেদ হোসেন, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম। চট্টগ্রাম বিভাগে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। খুলনা বিভাগে নেতৃত্ব দেবেন কাজী জাফর উল্লাহর নেতৃত্বে এস এম কামাল হোসেন, মোজাম্মেল বাবু (যশোর)। রাজশাহী বিভাগে প্রচার টিমের সদস্যরা হলেন অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক সাইদুর রহমান, কার্যনির্বাহী সদস্য খায়রুজ্জামান লিটন। দলের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়ের নেতৃত্বে রংপুর বিভাগে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার রয়েছেন। বরিশাল বিভাগের প্রচার টিমের সদস্যরা হলেন উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। সিলেট বিভাগের নেতৃত্ব  দেবেন সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান সিরাজ ও অসীম কুমার উকিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর