সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাল্যবিবাহ প্রতিরোধে এমপিদের এগিয়ে আসার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

যে সব এলাকায় বাল্যবিবাহ বেশি হয়, সেসব এলাকার এমপিদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার সুপারিশ করেছে সংসদীয় সাব কমিটি। একইসঙ্গে যে সব এলাকায় মাতৃমৃত্যু হার বেশি সেসব এলাকার এমপিদের নেতৃত্বে বিশেষ কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়। এছাড়া সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও জোরদার করার সুপারিশ করা হয়। এজন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়। ইউএনএফপিএ’র অর্থায়নে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সাব-কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর