শিরোনাম
সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়বে

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগের সুযোগ বাড়ছে। আগামী জানুয়ারি মাস থেকে ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের (সাবসিডিয়ারি) মূলধন পুঁজিবাজারে মূল ব্যাংকের মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে না। ফলে নির্ধারিত পরিমাণ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে ব্যাংকগুলো। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী জানুয়ারি থেকে তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে প্রতিষ্ঠিত বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধনের বিপরীতে থাকা ইক্যুয়িটি শেয়ার পুঁজিবাজার বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ আরও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর