মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছয় চেইন শপ ব্যবস্থাপকের বিরুদ্ধে পরোয়ানা

বিচারকের সঙ্গে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিচারকের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন চেইন শপ প্রতিষ্ঠান স্বপ্ন, আগোরা ও খুলশী মার্টের ব্যবস্থাপকসহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চুরি হওয়া ক্রেডিট কার্ডের বিপরীতে জাল সইতে পণ্যসামগ্রী বিক্রি ও খোঁজ নিতে গেলে অসহযোগিতার অভিযোগে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালত গতকাল এ পরোয়ানা জারি করেন। নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথের করা মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বলেন, গত ২৪ নভেম্বর ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথ ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে ডাচ্-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডটি চুরি হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি অবহিত করেন। সম্প্রতি জানতে পারেন চুরি হওয়া কার্ড ব্যবহার করে চট্টগ্রামের স্বপ্ন, আগোরা, খুলশী মার্ট ও বাটাতে কেনাকাটা হয়েছে। এ ব্যাপারে জানার জন্য চারটি প্রতিষ্ঠানে যোগাযোগ করেন বাদী। বিশেষ করে ক্রেডিট কার্ডের প্রকৃত মালিকের সই না মেলার পরও পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে জানতে চাইলে বাটার সংশ্লিষ্ট শোরুমের ব্যবস্থাপক ভুলের জন্য বাদীর কাছে ক্ষমা চান। কিন্তু স্বপ্ন, আগোরা ও খুলশী মার্টের কর্মকর্তারা সহযোগিতা তো করেননি, উল্টো বাদীকে হেয় প্রতিপন্ন করেন। তাই তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর