মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
গুলশানে কনস্যুলার শাখা চালু

আমিরাতে নিয়মিত কর্মী পাঠাতে সময় লাগবে

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিয়োগপ্রক্রিয়া পুনর্বিন্যাসের বিষয়ে এখনো কাজ করে যাচ্ছে। এ অবস্থায় দেশটিতে নিয়মিত কর্মী পাঠাতে বাংলাদেশকে আরও অপেক্ষা করতে হবে। তবে দুই দেশই আশা করছে, শিগগিরই বড় পরিসরে দক্ষ কর্মী আমিরাতে যেতে পারবে। গতকাল ঢাকার গুলশানে ইউএই দূতাবাসের কনস্যুলার শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বিষয়ে (কর্মী পাঠাতে) কাজ করছি। আমিরাতের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ হয়নি।’ তিনি আরও বলেন, আধুনিক কনস্যুলার শাখা চালুর ফলে বাংলাদেশ থেকে ইউএইতে বড় পরিসরে কর্মী পাঠানোর বিষয়ে আশার সঞ্চার হয়েছে। এমন কনস্যুলার শাখা দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে নেই। এমনকি আমিরাতের বাইরে এটি চতুর্থ কেন্দ্র। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই কনস্যুলার শাখা বাংলাদেশিদের ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর