শিরোনাম
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

টিসিবির মাধ্যমে অস্ত্র আমদানির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে অস্ত্র আমদানির প্রস্তাব করেছেন এমপিরা। তাদের সেই প্রস্তাবে কোনো সিদ্ধান্তে পৌঁছেনি সংসদীয় কমিটি। তবে জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে টিসিবিকে ২০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রস্তাব দেন কমিটির সদস্য মহিবুর রহমান মানিক। শওকত আলী সাংবাদিকদের বলেন, দুএকজন সদস্য এ বিষয়ে প্রস্তাব করেছিলেন, তারা ব্যক্তিগতভাবে যেসব আর্মস ব্যবহার করেন, তা যেন টিসিবির মাধ্যমে আমদানি করা হয়। এতে কম টাকার বিনিময়ে তারা কিনতে পারবেন। তবে তাদের সেই প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মহিবুর রহমান মানিক বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টিসিবির মাধ্যমে অস্ত্র আমদানি করা হতো। এখন করা হয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর