রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে গত শুক্রবার ১২ রবিউল আউয়াল সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। দিনটি ছিল বিশ্বমানবতার মুক্তির দিশারি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। এ উপলক্ষে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস শোভাযাত্রা, আলোচনা সভা, ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল, কোরআন ও ফাতেহাখানি অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রায় সব মসজিদে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা কোরআন-হাদিস তিলাওয়াত, জিকির-আসকার ও কবর জিয়ারত করে দুনিয়া ও পরকালীন মুক্তি কামনা করেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক মুখরিত ছিল নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রসুলুল্লাহ ধ্বনিতে। হাতে হাতে সবুজ কলেমা খচিত পতাকা, প্লাকার্ড ও ব্যানারে সুসজ্জিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস নিয়ে বিভিন্ন মহাসড়ক পরিভ্রমণ করে হাজার হাজার মানুষ।

সর্বশেষ খবর