রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি ইমেজ হারিয়ে গেছে দলীয় প্রতীকের মাঝে

ঠাকুরগাঁও প্রতিনিধি

জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের পৌর নির্বাচন। বরাবরের মতো ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি হিসেবে ব্যক্তি ইমেজ আর থাকছে না। এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলীয় প্রতীক। আর এ কারণে পৌর নির্বাচন রূপ নিয়েছে সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। মূলত প্রার্থীদের ব্যক্তিগত দোষ-গুণ, ভোটারদের পছন্দ-অপছন্দ সবকিছুই চাপা পড়েছে প্রতীকের আড়ালে। বিশেষ করে নৌকা আর ধানের শীষের লড়াই শুরু হয়েছে। এবার জেলায় তিনটির মধ্যে দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা দুটি হলো- ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ। সদরে মেয়র প্রার্থী চার জন। আওয়ামী লীগ মনোনীত তাহমিনা আক্তার মোল্লা,  বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান সোলায়মান আলী সরকার ও মাহাফুজুল ইসলাম।

সর্বশেষ খবর