রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভোট রঙ্গ

ভোট রঙ্গ

ভোটের নামে বখাটেপনা

পৌর নির্বাচনে প্রার্থীরা যখন ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন, তখন মাদারীপুর সদরে কিছু বখাটে মাঠে নেমেছে। এরা বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে ভোটারদের বাসা-বাড়িতে ভোট চাওয়ার নাম করে বার বার হানা দিচ্ছে। বিশেষ করে যেসব ভোটারের বাড়িতে স্কুল ও কলেজ পড়ুয়া মেয়ে আছে— সেখানেই এদের টার্গেট। এ ঘটনায় স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীসহ তাদের অভিভাবকরা হচ্ছেন বিব্রত। —মাদারীপুর প্রতিনিধি

গানে গানে ভোট

‘মুসলিম ভাইয়ে নিবেন ছালাম, হিন্দু ভাই প্রণাম, বন্দনা করি আবদুল মজিদ নাম’ ঐতিহ্যবাহী  জারি গানের প্যারোডি আর গণসংগীত পরিবেশনার মাধ্যমে এবার ভোট চাইছেন পঞ্চগড় পৌর নির্বাচনের মশাল প্রতীকের প্রার্থী। ভোটের আনন্দঘন বাজারে চা, পিঠা আর বারো ভাজার সঙ্গে এভাবেই যোগ হয়েছে গানে গানে ভোট বন্দনা। কনকনে শীতের মধ্যেও ঢোল করতালের শব্দে জড়ো হচ্ছেন ভোটাররা।  —পঞ্চগড় প্রতিনিধি

কদরে হরিজন

নির্বাচন এলেই কদর বাড়ে চাঁপাইনবাবগঞ্জের হরিজন সম্প্রদায়ের। কিন্তু নির্বাচন শেষ হলেই আর কেউ তাদের খোঁজ রাখে না। এমনই অভিযোগ এসব হরিজনের। জতেন হরিজন জানান, ‘ভোটের সময় সব প্রার্থী ভোট চাইতে আসছেন, দিচ্ছেন বিভিন্ন রকম প্রতিশ্রুতি। কিন্তু ভোট শেষে তাদের আর দেখা মেলে না। আমাদের ভাগ্য উন্নয়নে তারা কোনো যথাযথ ব্যবস্থা নেন না।  —চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর