সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিলেটের নির্বাচন নিয়ে সরগরম যুক্তরাজ্য

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটের নির্বাচন নিয়ে সরগরম যুক্তরাজ্য

কয়েক লাখ ‘সিলেটী’ যুক্তরাজ্যে বসবাস করেন। যুক্তরাজ্যের সঙ্গে সিলেটের রীতিমতো নাড়ি-নক্ষত্রের সেতুবন্ধন তৈরি হয়েছে। এ জন্য বৃহত্তর সিলেটের যে কোনো নির্বাচন নিয়েই যুক্তরাজ্য প্রবাসীদের ব্যাপক আগ্রহ থাকে। আসন্ন পৌর নির্বাচন নিয়েও তাদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে সিলেটে ছুটে এসেছেন অনেক প্রবাসী। এ ছাড়াও লন্ডনে অবস্থানরত সিলেটীরা নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেটের ৩টি, মৌলভীবাজারের ৪টি, হবিগঞ্জে ৫টি ও সুনামগঞ্জের ৪টি পৌরসভা রয়েছে। এর মধ্যে কয়েকটি পৌরসভায় যুক্তরাজ্য প্রবাসীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে অনেক প্রবাসী দেশে ফিরেছেন। এ ছাড়াও যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটীদের কাছে প্রার্থীদের স্বজনরা ভোট প্রার্থনা করছেন। এদিকে, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশ করছেন।

সূত্র জানায়, গত মঙ্গলবার সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বিএনপি প্রার্থী শামসুর রহমান শমসুর পক্ষে লন্ডনে সভা অনুষ্ঠিত হয়। ছাতকবাসীর ব্যানারে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন প্রমুখ। লন্ডনে অবস্থানরত শতাধিক সিলেটী ওই সভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এদিকে শনিবার মৌলভীবাজার পৌরসভার মেয়র প্রার্থী ফজলুর রহমান ফজলুর সমর্থনে যুক্তরাজ্যের ওয়েলসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজের নিউপোর্ট আওয়ামী লীগ সভাপতি শেখ তাহির উল্লাহ, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ শাফী কাদির, সহ-সভাপতি এম এ রউফ, মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক যুববিষয়ক সম্পাদক আবদুল ওয়াহিদ প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে, শুধু মেয়র পদেই নয়, সাধারণ কাউন্সিলর পদে অনেক যুক্তরাজ্য প্রবাসীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের স্বজনরা নিজ এলাকায় প্রবাসীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন।

 

সর্বশেষ খবর