সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুসংহত শিল্প গড়তে তথ্য ও গবেষণা সেল জরুরি : আমু

নিজস্ব প্রতিবেদক

সুসংহত শিল্প গড়তে তথ্য ও গবেষণা সেল জরুরি : আমু

দেশে সুসংহত শিল্প খাত গড়ে তোলার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে একটি ‘তথ্য ও গবেষণা সেল’ স্থাপনের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, নতুন শিল্পনীতিতে এ ধরনের সেল গঠনের বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে। এর আওতায় খাতভিত্তিক গবেষণা চালিয়ে নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দিতে হবে। রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স মিলনায়তনে গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় শিল্প উদ্যোক্তারা বলেন, শিল্পসংক্রান্ত প্রয়োজনীয় পরিসংখ্যান ও গবেষণা না থাকায় দেশে একই রকম শিল্প স্থাপনের হিড়িক পড়ে যায়।

সর্বশেষ খবর