সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের আন্দোলনে ছয় ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছাত্রলীগের আন্দোলনের মুখে শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল প্রায় ছয় ঘণ্টা উপাচার্যসহ প্রশাসন ভবন অবরুদ্ধ করে ছাত্রলীগের আন্দোলনে প্রাধ্যক্ষ কাউন্সিল, শিক্ষক সমিতি ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। জানা যায়, শীতকালীন ছুটিতে হল খোলা রাখতে বেলা ১১টা থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রশাসন ভবন ও প্রধান ফটক অবরুদ্ধ করে রাখে। এ সময় প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ খবর