মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ১৭ ফেব্রুয়ারি

আদালত প্রতিবেদক

খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ১৭ ফেব্রুয়ারি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এম আমিনুল ইসলাম এ আদেশ দেন। এর আগে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদনে বলা হয়, এ মামলা বাতিলের যে আবেদন হাইকোর্ট খারিজ করেছিলেন, তার বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ সুপ্রিমকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তাই অভিযোগ গঠনের শুনানি মুলতবি রাখা প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে খালেদা জিয়াসহ ১১ জন আসামি রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর