মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংক অনলাইন লেনদেনে যাবে : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক অনলাইন লেনদেনে যাবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক শিগগিরই অনলাইনভিত্তিক লেনদেন এমএফসিতে যাবে। যার মাধ্যমে প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট নিজেরাই চালাতে পারবেন। গতকাল রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটরিয়ামে ইন্ডিয়ান ব্যাংকিং-চ্যালেঞ্জস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, প্রত্যেক মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। উদাহরণস্বরূপ তিনি এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের কথা বলেন। আজ এজেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের কারণে প্রত্যেক মানুষ আর্থিক লেনদেন সেবার আওতায় আসছে। গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে এই দুটি ব্যাংকিংয়ে। তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে এজেন্ট ব্যাংকিংয়ে মোট এজেন্টের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৮৫ দাঁড়িয়েছে। যার মধ্যে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২৯ দশমিক ২ মিলিয়ন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর