মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কলেজ শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

সরকারি কলেজ শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের জানুয়ারি থেকে এ কার্যক্রম চলবে। মাসের প্রথম পাঁচ দিনের মধ্যে এই আবেদন জমা দিতে হবে শিক্ষকদের। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, অনলাইনে থাকা আবেদনে শিক্ষকরা কোন কলেজে বদলি হতে চান তা উল্লেখ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক বদলি সংক্রান্ত একটি কমিটি সব শিক্ষকের বদলির আবেদন নিয়ে বৈঠক করে বদলির তালিকা চূড়ান্ত করবে। নির্দিষ্ট মাসের বদলির আবেদন ওই মাসেই নিষ্পত্তি করা হবে। বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকদের বদলির আবেদন নিয়ে যেন ঢাকায় আসতে না হয় সে জন্যই অনলাইনে বদলির আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারি কলেজের শিক্ষকদের বদলি হওয়ার জন্য হাতে লেখা আবেদন নিয়ে মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) আসতে হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর