মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মালিতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট

বাংলাদেশ বিমান বাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৩ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে গত রবিবার রাতে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট-২ নিয়ে গঠিত যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর মো. শফিকুল আলম ও গ্রুপ ক্যাপ্টেন মোস্তাক আহমদ। এর আগে গত ২৪ ডিসেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার মালিগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর