সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বন্দরের রেকর্ড ২০ লাখ কনটেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক

গেল বছরে (২০১৫ সাল) রেকর্ড পরিমাণ ২০ লাখ কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দর। গতকাল রাজধানীর এক হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিনের হাতে সাফল্য সনদ তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে চবক চেয়ারম্যান বলেন, সরকারের সহায়তা ও আধুনিক ব্যবস্থাপনার কারণে সাত বছরে চট্টগ্রাম বন্দর এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি।  তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে বলেছিল, ২০১৬ সালে বন্দরে ১৯ দশমিক ৫৬ লাখ টিইইউস কনটেইনার এবং ৪২ দশমিক ৪৭ মেট্রিক টন খোলাপণ্য (জেনারেল কার্গো) হ্যান্ডলিং করতে হবে। কিন্তু ?এক বছর আগেই ২০১৫ সালে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ২০ দশমিক ২৫ লাখ টিইইউস কনটেইনার এবং ৫১ দশমিক ৩৮ লাখ মেট্রিক টন খোলাপণ্য হ্যান্ডলিং করে নতুন ইতিহাস সৃষ্টি করে। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে কনটেইনারের প্রবৃদ্ধি ১৭ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ২৬ শতাংশ। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, অ্যাডভোকেট মমতাজ বেগম, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর