সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সভাপতি ও সম্পাদকেই সীমাবদ্ধ কার্যক্রম

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সভাপতি ও সম্পাদকেই সীমাবদ্ধ কার্যক্রম

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির কমিটি ৪ মাস হলো সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যেই সীমাবদ্ধ। এ নগর কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় দলের নেতা-কর্মীরা হতাশ। নেই তেমন সাংগঠনিক তত্পরতা। গত শুক্রবারে চট্টগ্রামে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন না নগর কমিটির সভাপতিও। ব্যক্তিগত কারণে বিভিন্ন সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বিদেশ ও ঢাকায় থাকেন। গত ৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি নেতৃত্বের প্রতিও আসছে অনাস্থা। একই সঙ্গে দায়সারাভাবে চলছে জেলা কমিটির কর্মকাণ্ডও। গত ৩০ ডিসেম্বর দেশের পৌরসভা নির্বাচনে চট্টগ্রামে বেশ কয়েকটি পৌরসভায় মেয়র পদে প্রার্থী দিলেও জেলার সাংগঠনিক তত্পরতা ও নেতৃত্বের দুর্বলতার কারণে জয়তো দূরের কথা ন্যূনতম ভোটও পাননি। তবে পটিয়াতে কঠোর নজরদারি ও তত্পরতা থাকলে জয়ী হওয়ার সম্ভাবনাও ছিল বলে জানান আবদুল করিমসহ দলের একাধিক নেতা-কর্মী। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মেহজাবীন মোরশেদ এমপি বলেন, নিয়মতান্ত্রিকভাবে প্রতি বছরের মতো এবারও ঢাকায় কেন্দ্রীয় নেতা ও এমপিদের সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। চট্টগ্রাম নগর কমিটির সভাপতি হিসেবে উপস্থিত থাকতে না পাড়লেও দলের অন্য নেতা-কর্মীরা চট্টগ্রামে সুন্দরভাবেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। তবে দলের মহাসচিব না থাকায় পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। তিনি আসলেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই দ্রুত কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, তৃণমূলের নেতা-কর্মীরা ঘোষিত সভাপতি-সাধারণ সম্পাদককে মেনে নিতে পারেননি বলেই এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

সর্বশেষ খবর