সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিএনপির মেয়র প্রার্থীসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত

বরিশালের ৬ পৌরসভার ফলাফল বিশ্লেষণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলার ৬ পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতাকারী ২২ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও স্বতন্ত্রসহ ১৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। প্রতিটি পৌরসভায় প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তবে উজিরপুর পৌরসভার বিএনপি প্রার্থী মো. শহীদুল ইসলাম খানের জামানত রক্ষা পেয়েছে। যদিও  পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থীরা পুনরায় সুষ্ঠু ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গৌরনদী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী শরীফ শফিকুর রহমান স্বপন ৭৭৬ ও এনপিপির মো. তুহিন অর্ধ শতকের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন। মুলাদী পৌরসভায় বিএনপির আসাদ মাহমুদ ৫৯৬, ওয়ার্কার্স পার্টির সেলিম আহমেদ চৌকিদার ৭৪ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম ৩৪০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। মেহেন্দিগঞ্জ পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী জাহাঙ্গীর হোসেন খোকন ১ হাজার ৫৬৯ ও বিএনপির গিয়াস উদ্দিন দীপেন ১ হাজার ৪৮৬ ভোট পেয়েও জামানত হারিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর