সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সিনেমা-নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন

পরিচালকের নামে ভুয়া ফেসবুক আইডি

নিজস্ব প্রতিবেদক

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে তমাল মাহমুদ ওরফে নিটুন নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় পিরোজপুর থেকে তমালকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। তার কাছ থেকে একটি ট্যাব ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তমাল বিশিষ্ট সিনেমা ও নাটকের পরিচালকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিল।

ডিবির ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম জানান, তমাল বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত সিনেমা ও নাটক পরিচালক রেদোয়ান রনি ও পরিচালক ইশতিয়াক রুমেলের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলে। পরে এই অ্যাকাউন্ট ব্যবহার করে ছদ্মবেশে সিনেমা ও নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। প্রসঙ্গত, ১ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় পরিচালক রেদোয়ান রনি বাদী হয়ে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রতারক তমালকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর