সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

২১ আগস্ট মামলায় সাক্ষ্য দিলেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ তিনি সাক্ষ্য দেন। ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন তার সাক্ষ্য নেন।

এ সময় আমু বলেন, ঘটনার দিন আমি বঙ্গবন্ধু এভিনিউয়ে অস্থায়ী মঞ্চের ট্রাকে অবস্থান করছিলাম। মঞ্চে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেষে একটি বোমা বিস্ফোরিত হয়। এরপর আরও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রীসহ আরও অনেকেই আহত হয়েছিলেন। এ ঘটনার পরিকল্পনাকারী ও দায়ী ব্যক্তি হিসেবে মুফতি হান্নানের নাম ওঠে আসে তার সাক্ষ্যে। পাশাপাশি তিনি তত্কালীন চারদলীয় জোট সরকারের কিছু নেতার নাম উল্লেখ করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা আমির হোসেন আমুকে জেরা করেন।

সর্বশেষ খবর