শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চাকরির নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চাকরির নামে প্রতারণার অভিযোগ এনে ড্যানিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ করেছেন  চাকরিপ্রত্যাশীরা। চাকরিপ্রত্যাশীরা জানান, ড্যানিস গ্রুপে নিয়োগের নামে গত ৯ নভেম্বর সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, রাজশাহী, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরসহ বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনের জন্য বলা হয়। বিজ্ঞাপনে পরিচালক ড্যানিস গ্রুপ, রাজশাহী প্লট নম্বর-২৩, হোল্ডিং নং-১২৯/এ, রোড নং- ০৭ পদ্মা আবাসিক এলাকা উল্লেখ করা হয়। গতকাল নগরীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসার পর চাকরিপ্রত্যাশীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। নারায়ণগঞ্জ থেকে আসা পরীক্ষার্থী সেলিনা বেগম কাকলি জানান, নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাংক ড্রাফটসহ ২৩৫ টাকা দিয়ে দরখাস্ত করতে হয়েছে। ১০ টাকার ডাকটিকেটসহ ফেরত খামও দেওয়া হয়। কিন্তু কোনো চিঠি না দিয়ে মোবাইলে ম্যাসেজ দিয়ে জানানো হয়েছে পরীক্ষায় অংশ নিতে। খুলনা থেকে আসা বিবেক হালদার জানান, তারা ড্যানিস গ্রুপের বিজ্ঞপ্তি ভেবে আবেদন করেছিলেন। এখন পরীক্ষা দিতে এসে জানতে পেরেছেন ড্যানিস গ্রুপের নামে প্রতারণা করা হয়েছে।

 প্রতারণার শিকার চককাপাশিয়ার নাঈম হোসেন জানান, চাকরি দেওয়ার কথা বলে তাদের তিনজনের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়েছে। কিন্তু তাদের জানানো হয়নি ড্যানিস গ্রুপের কাজ কী। রাজশাহীর ড্যানিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির পরিচালক ওয়াজেদ আলী জানান, প্রতিষ্ঠানটি ২০১৩ সাল থেকে নওগাঁ জেলার ৬টি শাখায় পরিচালিত হয়ে আসছে। গত ছয় মাস আগে রাজশাহীতে শাখা খোলা হয়েছে। বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য হোম ডেলিভারি দেয় তারা।

প্রতিষ্ঠানটি ড্যানিস মিল্কের ভেবে কেউ আবেদন করলে তাদের কিছু করার নেই বলে তিনি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর