শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শীতের সবজিতে স্বস্তি বেড়েছে মাছের দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শীতের সবজিতে স্বস্তি বেড়েছে মাছের দাম

সরবরাহ বাড়ায় সব ধরনের শীতের সবজির দাম কমেছে। ফলে ক্রেতাদের মনে স্বস্তি ফিরেছে। তবে মাছের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য প্রায় স্থিতিশীল আছে। নগরীর চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেশির ভাগ সবজিই ২৫-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে ঝিঙে ও শিমের বিচির দাম কিছুটা বেশি। প্রতি কেজি ঝিঙে ৮০ ও শিমের বিচি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ফুলকপির মধ্যে তাজাগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা পর্যন্ত, কয়েক দিন আগেরগুলো (দাগি) বিক্রি হচ্ছে ৩০ টাকা। আর আলু ৩০, দেশি আলু ৪০, বিভিন্ন ধরনের বেগুন ৩৫-৫০, বরবটি ৫০-৫৫, কচুর লতি ৫০, মুলা ১৫-২৫, টমেটো ৩৫-৪০, পেঁপে ২৫, গাঁজর ৩০, শসা ৩০-২৫, শালগম ৪০, কাঁচামরিচ ৬০, করলা ৪০-৪৫, শিম ৩০-৪০, মিষ্টি কুমড়া ৩৫ ও শাক প্রতি আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর