শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পরিকল্পিত নগরায়ণই চ্যালেঞ্জ : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘পরিকল্পিত নগরায়ণই আমার প্রথম চ্যালেঞ্জ। চট্টগ্রাম কসমোপলিটন নগরী। মেগাসিটির আদলে একে স্মার্ট, ক্লিন ও গ্রিন নগরী হিসেবে গড়ে তোলাই আমার আকাঙ্ক্ষা। উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকার লক্ষ্যে চট্টগ্রামে বিনিয়োগ বৃদ্ধি, পর্যটকদের জন্য মনোরম ও দৃষ্টিনন্দন বিনোদন এলাকা হিসেবে গড়ে তোলা, বন্দরের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করাই আমার ভিশন।’পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নের লক্ষ্যে চসিকের গঠিত প্ল্যানিং সেলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল দুপুরে নগর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় চসিকের নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম নগর পরিকল্পনার ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুর রশিদ, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী আলী আশরাফ, স্থপতি জেরিনা হোসাইন, ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক স্থপতি সোহেল মোহাম্মদ শাকুর, সিডিএর প্রধান পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান, বিআইপি চট্টগ্রাম চ্যাপ্টারের সেক্রেটারি মো. আবু ঈসা আনছারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

সর্বশেষ খবর