শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কভার করতে ঢাকা থেকে যশোর যাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে চ্যানেল-২৪-এর গাড়ির চালক আলাউদ্দিন ও স্থানীয় ক্যামেরাম্যান রিপন হোসেন গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। রাত পৌনে ৯টার দিকে যশোর শহরের চিত্রা মোড়ে এ ঘটনা ঘটে। চ্যানেল-২৪-এর স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান জানান, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট কভার  করতে ঢাকা থেকে আসা তাদের রিপোর্টার, ক্যামেরাম্যান ও ড্রাইভারের ওপর সন্ত্রাসী কাঁকনের নেতৃত্বে ১০-১২ জন অতর্কিতে হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে চ্যানেলটির ক্যামেরাপারসন রিপন হোসেন ও ড্রাইভার আলাউদ্দিনকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয় লোকজন কাঁকনকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় রিপন হোসেন ও আলাউদ্দিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে হাজির হয়ে চিত্রা মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। পরে দড়াটানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আজ (শনিবার) বেলা ১১টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আটক করা না হলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আজকের নির্ধারিত মালয়েশিয়া-নেপালের মধ্যকার খেলাটি সব সাংবাদিক বয়কট করবেন।

 স্থানীয়রা জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলাকারী কাঁকন ও তার সহযোগীরা সবাই সৈনিক লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

সর্বশেষ খবর