শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খালেদা শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন

——— এ বি তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ’৭১ সালে মুক্তিযুদ্ধে সময় খালেদা জিয়া পাকিস্তানি আতিথেয়তায় আরাম-আয়েশে দিন অতিবাহিত করেছেন। তিনি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেননি। মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ না করার কারণে তিনি শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটি খালেদা জিয়ার পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের কঠোর শাস্তি ও প্রয়োজনীয় আইন প্রণয়নের দাবিতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি এ মানববন্ধন আয়োজন করে। এর আগে একটি পতাকা মিছিলের আয়োজন করে সংগঠনটি। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুন অর রশিদ, মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান মমিনুল হক, শরীফ উদ্দিন, ডা. ফারুক মহসিন প্রমুখ।

সর্বশেষ খবর