শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিসিএসের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

৩৬তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৬১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি ও অসদাচরণের দায়ে ১৫ জনকে বহিস্কার করা হয়েছে। পিএসসির তথ্যমতে, ৩৬তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় পরীক্ষার্থী দুই লাখের বেশি। এই বিসিএসের মাধ্যমে দুই হাজারের বেশি কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হবে। এবার পরীক্ষার হলে পরীক্ষার্থীদের হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করা হয়। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়ালঘড়ি রাখার কথা জানায় পিএসসি।

সর্বশেষ খবর