মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কর্ণফুলীর অবৈধ ডকইয়ার্ড সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদীর তীরে একটি অবৈধ ডকইয়ার্ড বন্ধের নির্দেশ দিয়ে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ডকইয়ার্ডটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ১০টি জাহাজকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম এ জরিমানা করেন। জানা গেছে, অবৈধভাবে ডকইয়ার্ড পরিচালনা করে বন্দরের রাজস্ব ফাঁকি দেওয়ার দায়ে নুর-এ-মদিনা ডকইয়ার্ডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৫ দিনের মধ্যে জায়গা খালি করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে সিলগালা করেন আদালত। এছাড়া ওটি সুফলা-১ ও এমভি মনোয়ার জহির জাহাজের মালিকের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।

সর্বশেষ খবর