শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বরাদ্দ না মেলায় বিশেষ ঋণ পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা

৩০ সেপ্টেম্বর নীতিমালা অনুমোদন করে ব্যাংক

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

অর্থ বরাদ্দ না মেলায় মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ঋণ কার্যক্রম শুরু করতে পারছে না রংপুর সোনালী ব্যাংক। ফলে ঋণও পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা।

জানা গেছে, সরকারি ভাতাপ্রাপ্ত সুবিধাবঞ্চিত, অসহায় মুক্তিযোদ্ধা বা শহীদ, মৃত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বামী, স্ত্রী, পুত্র, কন্যাকে স্বল্প সুদে ও সহজ শর্তে সর্বোচ্চ ২ লাখ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণের কথা। সরকারি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকার বিশেষ ঋণ কর্মসূচির নীতিমালা গত বছরের ৩০ সেপ্টেম্বর সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। সেই নীতিমালা সোনালী ব্যাংক আঞ্চলিক শাখার মহাব্যবস্থাপকের কার্যালয়ে পাঠানো হয় একই বছরের ১৫ অক্টোবর। সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনো ঋণ কর্মসূচির বিপরীতে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন অভিযোগ করেন, তিনি ঋণের জন্য একাধিকবার সোনালী ব্যাংক রংপুর করপোরেট শাখায় ধরনা দিয়েছেন। টাকা না থাকায় তাকে ঋণ দেওয়া হচ্ছে না।

জানতে চাইলে রংপুর সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বলেন, আগে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হতো। বিশেষ ঋণ কর্মসূচির আওতায় তা বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা পাঠানো হলেও অর্থ বরাদ্দ মিলেনি। ফলে ঋণ প্রদান কার্যক্রম শুরু করা যাচ্ছে না। চলতি মাসের শুরুতে অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর