শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ ও মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, অষ্টম পে-স্কেল ঘোষণার পর দ্রব্যমূল্য, বাড়িভাড়া, গাড়িভাড়া বেড়েছে। গার্মেন্ট সেক্টরে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সময় পাঁচ বছরের বেশি পার হয়েছে। সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা না হলে প্রাপ্ত মজুরিতে শ্রমিক পরিবার অধিকতর অপুষ্টিতে ভুগবে। শ্রমিকদের সন্তানের শিক্ষা ও জীবনযাত্রা ব্যাহত হবে। সংগঠনের সভাপতি রাজিয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিকনেতা এ এ এম ফয়েজ হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর