শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চবি সমাবর্তনে ক্যাপ টাই না থাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ সমাবর্তন আগামীকাল। কিন্তু এ সমাবর্তনে শিক্ষার্থীদের ক্যাপ ও টাই না দেওয়ার সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ। এতে সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন।   

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট  আবদুল হামিদ, উপাচার্য  অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও বিভিন্ন অনুষদের ডিনরা গাউনের সঙ্গে ক্যাপ পড়ে অংশ নেবেন। চবির সমাজতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ক্যাপ ও টাই ছাড়া সমাবর্তন মানে ভাত দিয়ে পানি না দেওয়ার মতো।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাপ্তি এই সমাবর্তন। অথচ এখানে ক্যাপ দেওয়া হচ্ছে না- তা ভাবতেও কেমন যেন লাগছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর