শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অবিলম্বে গ্যাস সংকটের সমাধান করতে হবে — সিপিবি

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে আবাসিকে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা। উচ্চ আদালেতর রায় উপেক্ষা করে পুনর্বাসন ছাড়া অগ্নিসংযোগ ও বুলডোজার চালিয়ে বস্তি উচ্ছেদ সংবিধানবিরোধী বলেও মত দেন তারা। বক্তারা বলেন, ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার বিভিন্ন গণবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। ?‘গণতন্ত্র নয় উন্নয়ন’ তত্ত্ব দিয়ে তারা (সরকার) অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী শাসন জায়েজ করার জন্য প্রচারণা চালাচ্ছে। সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর