শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিকেদক

রাজধানীর নীলক্ষেত হাই স্কুলের দশম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ বিয়ে বন্ধ করে দেন। জানা গেছে, রাজধানীর এলিফ্যান্ট রোডের ৬৪ নম্বর বাড়ির ভাড়াটিয়া সায়েমের দশম শ্রেণিপড়ুয়া মেয়ে আজিমপুরের বাচ্চু মিয়ার ছেলের সঙ্গে বিয়ে চূড়ান্ত করে স্বজনরা। গতকাল বিয়ে হওয়ার কথা ছিল। এ কারণে বিয়ের সব আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে বাল্যবিয়ের আয়োজনের খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা প্রশাসক মো. তোফাজ্জেল হোসেন মিয়া। পরে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বিয়ে বাড়িতে গিয়ে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হন। এ সময় ওই শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়, পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বাল্যবিয়ে দেওয়া আইনে নিষেধ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর