বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অজ্ঞাত রোগে কয়েকশ কাকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অজ্ঞাত রোগে কয়েকশ কাকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সারা দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের চত্বরে এসব কাক মরে পড়ে থাকতে দেখা যায়। হঠাত্ করে কাক মরে যাওয়ার ঘটনায় অনেককে অবাক করে দিয়েছে। জানা গেছে, সংশ্লিষ্টরা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী টিটু শেখ জানান, রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে শহরের কাকগুলোর আনাগোনা বেশি থাকে। মঙ্গলবার সকাল থেকে প্রতিদিনের মতো কাকের আনাগোনা ছিল। সকাল ১০টার দিকে গাছ থেকে অসুস্থ হয়ে কাকগুলো মাটিতে পড়তে থাকে। একটি-দুটি করতে করতে অনেক কাক মারা গেছে। প্রথমে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই কাকগুলো মারা যাচ্ছে। সারা দিনে রামেক হাসপাতালের সামনের এলাকায় কয়েকশ কাকের মৃত্যু হয়েছে। নগরীর শালবাগান, উপশহর এলাকারও কয়েক জায়গায় রাস্তার পাশে কাক মরে পড়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ খবর