বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পরিবহনে নৈরাজ্য বন্ধে অভিযান

মিটারে যায় না অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক

অটোরিকশা ও বাসের ভাড়া আদায়ে নৈরাজ্য এবং বিভিন্ন অনিয়ম বন্ধে রাজধানীতে আবারও বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ। মানিক মিয়া এভিনিউ, যাত্রাবাড়ী ও শাহবাগে গতকাল বেলা ২টা থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অভিযান চালানো হয়। বিআরটিএ’র এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিজি শাহনেওয়াজ তালুকদার সাংবাদিকদের জানান, এ অভিযানে গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষার পাশাপাশি বাস ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দেখা হচ্ছে। মানিক মিয়া এভিনিউর অভিযানে উপস্থিত হয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কের অরাজকতা ও বিশৃঙ্খলা রাতারাতি ঠিক করা যাবে না। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি ও ফুটপাথের অবৈধ দখলকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফুটপাথ দখল সমাস্যার সমাধানের চেষ্টা করছি।

 যাত্রীদের চুক্তিতে যেতে বাধ্য করা হচ্ছে : গত ১ নভেম্বর থেকে ভাড়া বাড়িয়ে প্রায় ?দ্বিগুণ করেও রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের মিটারে চলতে অভ্যস্ত করা যায়নি। এখনো চালকদের কণ্ঠে সেই পুরনো সুর— ‘পোষায় না’। কোনো চালক মিটারে যেতে রাজি হলেও বাড়তি ২০-৫০ টাকা দাবি করছেন। কম দূরত্বে যেতে চালকদের অনীহা এবং মিটারের পরিবর্তে চুক্তিতে যেতে বাধ্য করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অটোরিকশার ভাড়া নিয়ে প্রতিদিনই রাজধানীতে চালকদের সঙ্গে যাত্রীরা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন। নতুন নিয়মে সিএনজিচালিত অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। প্রথম ২ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বেড়ে এখন ১২ টাকা। প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে ২ টাকা করে, আগে যা ১ টাকা ৪ পয়সা ছিল। আগে যখন মালিকদের দৈনিক জমা ৬০০ টাকা ছিল তখন চালকদের অভিযোগ ছিল, মালিকরা দিনে হাজার টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে আদায় করতেন। মালিকদের দৈনিক জমা বাড়িয়ে এখন ৯০০ টাকা করা হয়েছে। ‘যাত্রীকল্যাণ সমিতি’ জানুয়ারির শেষ সপ্তাহে রাজধানীতে অটোরিকশা ভাড়ার পরিস্থিতি যাচাইয়ে মাঠপরর্যায়ে একটি জরিপ চালায়।

সর্বশেষ খবর