শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

গুরুত্বপূর্ণ পদ পেতে চলছে জোর লবিং

চট্টগ্রাম মহানগর যুবলীগ কমিটি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই হতে যাচ্ছে। দীর্ঘ দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাসা বেঁধেছে। নগর যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কারা পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদে আসছেন সে বিষয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি গুরুত্বপূর্ণ পদে আলোচনায় আছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক জিএস হেলাল আকবর চৌধুরী বাবর, আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, আবদুল মান্নান ফেরদৌস প্রমুখ। কমিটির গুরুত্বপূর্ণ পদে আসীন হতে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে চলছে জোর লবিং-তৎপরতা।

কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুবলীগ সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপস করবে না। বিতর্কের ঊর্ধ্বে থেকে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চট্টগ্রাম নগর যুবলীগের কমিটিসহ বিভিন্ন কমিটি গঠন করা হবে। দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ জুলাই মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম, মাহবুবুল হক সুমনকে যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। এটি তিন মাসের মধ্যে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করে সম্মেলন করার কথা ছিল। তিন মাসের চট্টগ্রাম নগর যুবলীগ আহ্বায়ক কমিটি বর্তমানে ২ বছর ৫ মাস পার হয়েছে। এ কমিটি গত দুই বছরে মাত্র চারটি ওয়ার্ড কমিটি গঠন করেছে।

সর্বশেষ খবর