শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বিএসসির বোর্ড সভা

আরও ১৬টি জাহাজ কেনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) অধিকতর কার্যকর ও শক্তিশালী করতে আরও ১৬টি জাহাজ কেনা হচ্ছে। এর মধ্যে ছয়টি জাহাজ ২০১৮ সালের মধ্যে আসবে। এ ছাড়া দুটি পুরনো জাহাজ বিক্রি করা হবে। গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত বিএসসির বোর্ড সভা শেষে প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা জানান।

মন্ত্রী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে নৌপথে কয়লা পরিবহন বেড়েছে। অদূর ভবিষ্যতে এর মাত্রা আরও বৃদ্ধি পাবে। কয়লা পরিবহনের জন্য ১৬টি জাহাজ কেনার চিন্তাভাবনা চলছে। এ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি বাড়ায় বন্দর বাড়ছে, বন্দরের সক্ষমতা বাড়ছে এবং বাণিজ্যও বাড়ছে। এ জন্য বিএসসির জাহাজ বাড়ানো প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর