রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
‘এক পুলিশের ডায়েরী’-র মোড়ক উন্মোচন

সাধারণ পাঠকের কাছেও সুখপাঠ্য হবে

নিজস্ব প্রতিবেদক

সাধারণ পাঠকের কাছেও সুখপাঠ্য হবে

ঢাকা ক্লাবে গতকাল পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক সফিক উল্লাহ্র ‘এক পুলিশের ডায়েরী’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

শুধু পুলিশের সুখ-দুঃখ নয়, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী রাজনৈতিক পট-পরিবর্তনের বিষয়সহ নানা বিষয়াবলীর সম্মিলন ঘটেছে ‘এক পুলিশের ডায়েরী’ বইটিতে। অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে চাইলে প্রতিটি পুলিশ সদস্য এমনকি প্রত্যেক সচেতন মানুষের উচিত হবে বইটি পড়া। সাধারণ পাঠকের কাছেও সুখপাঠ্য হবে বইটি। গতকাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক সফিক উল্লাহ্র ‘এক পুলিশের ডায়েরী’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদ রেজা, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাবেক ছাত্রনেতা মনোয়ারুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লেখকের ভূয়সী প্রশংসা করে আইজিপি শহীদুল হক বলেন, চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় আমি স্যারের অধীনে কাজ করেছি। উনার ব্যক্তিত্ব, পেশাদারিত্ব এবং অভিজ্ঞতার আলোকে লেখা এ বইটি অত্যন্ত উঁচুমানের। শুধু পুলিশ নয়, সাধারণ পাঠকের কাছেও বইটি সুখপাঠ্য হবে। নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, বইটিতে জীবন আছে, জীবনের প্রবাহ আছে। বইটিকে সার্থক আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে আখ্যায়িত করে এর ব্যাপক প্রচার কামনা করেন তিনি। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বইটির লেখক বলেন, আমার ৩০ বছরের পুলিশ জীবনের নানা ঘটনা নিয়ে বইটি লেখা হয়েছে। পুলিশের চাকরি আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। এ বই পাঠের ফলে পুলিশ সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা কেটে যাবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের পুলিশ কর্মকর্তারা বইটি পাঠ করলে তাদের পেশাগত জ্ঞানের উত্কর্ষ সাধন হবে। ‘শিল্পতরু’ থেকে প্রকাশিত প্রায় সাড়ে তিনশ’ পৃষ্ঠার এ বইটির মূল্য ধরা হয়েছে চারশ’ টাকা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন লেখকের মেয়ে ইশরাত ফাতেমা।

সর্বশেষ খবর