সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

প্রকৌশলীকে পেটালেন সিবিএ নেতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক উপ-সহকারী প্রকৌশলীকে পেটালেন আওয়ামী লীগ সমর্থিত সিবিএর সাধারণ সম্পাদক! শুধু তাই নয়, সিবিএ সম্পাদক ফিরোজ শাহীন ওই প্রকৌশলীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্য নেতাদের নিয়ে তিনি ওই প্রকৌশলীর কার্যালয়ের কাগজপত্রও তছনছ করেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। উপ-সহকারী প্রকৌশলী আবু সৈয়দ মো. আমিনুর রশীদ সিবিএ সাধারণ সম্পাদক ফিরোজ শাহীনকে প্রধান আসামি করে আরও ১২ নেতার নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি সিবিএ সাধারণ সম্পাদক ফিরোজ শাহীন পাউবোর ডালিয়া পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী আবু সৈয়দ মো. আমিনুর রশীদের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গতকাল বিকালে ফিরোজ শাহীন ১০-১২ জন সিবিএ নেতাকে সঙ্গে নিয়ে উপ-প্রকৌশলী আমিনুর রশীদের কক্ষে ঢুকে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তার গলা টিপে ধরে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে কর্মচারীরা ছুটে এসে তাকে রক্ষা করেন। এ বিষয়ে মামলা করলে উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদকে হত্যার হুমকি দেন ওই সিবিএ সম্পাদক।

সর্বশেষ খবর