সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
সিইসিকে চিঠি

দলীয় ইউপি ভোটে বিএনপির আপত্তি

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদের ভোট দলীয় হওয়ায় আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন একজন নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার পর গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠি পৌঁছে দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিইসির দেখা না পেয়ে ইসি সচিব সিরাজুল ইসলামের হাতে চিঠিটি তুলে দেন তিনি।

পরে সাংবাদিকদের রিজভী জানান, দলীয়ভাবে ইউপি  ভোট করা অযৌক্তিক। দলীয়ভাবে ইউপি নির্বাচন হলে সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না। তিনি বলেন, দলীয়ভাবে হওয়ায় সামাজিক বন্ধন বিনষ্ট হবে। গ্রামে গ্রামে সংঘাত সৃষ্টি হবে। ইউনিয়ন পরিষদ একতরফা নির্বাচনও হবে, তারপরও গণতন্ত্রের স্বার্থে এ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তফসিল হওয়ার পর কেন এ বিষয়ে ইসিকে জানানো হলো না— জানতে চাইলে তিনি বলেন, আমরা এর আগে  পৌরসভা নির্বাচনে বিষয়টি জানিয়েছি। কিন্তু ইসি বিষয়টি আমলে নেয়নি। এদিকে বিএনপির আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, আইনের আলোকে বিধিমালা করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। আইন প্রণয়ন করে সংসদ। সংসদ দলীয়ভাবে ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যায়ে আমাদের করার কিছু নেই। এ নির্বাচন কমিশনার মনে করেন, দলীয়ভাবে ভোট হওয়ায় সংঘাত ও সম্প্রীতি নষ্ট হওয়ার শঙ্কা নেই। শাহনেওয়াজ বলেন, আমরা পৌর নির্বাচনও দলীয়ভাবে করেছি। এতে কোনো খারাপ পরিস্থিতি হয়নি। ইউপি ভোটেও কোনো সম্প্রীতি নষ্ট হবে বা সংঘাত হবে তা আমি মনে করি না। প্রথম ধাপে ২২ মার্চ দেশের ৭৫২ ইউপির ভোট হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এসব ইউপির ভোটের তফসিল দেয় ইসি। পর্যায়ক্রমে আরও পাঁচ ধাপে ইউপি ভোট হবে।

সর্বশেষ খবর