সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সিএমপির ব্যতিক্রমী ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএমপির ব্যতিক্রমী ভালোবাসা

ভালোবাসা দিবসে জনগণের সঙ্গে দূরত্ব ঘোছাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে চালক কিংবা যাত্রীদের হাতে তুলে দিয়েছে ভালোবাসার প্রতীক লাল গোলাপ। বাদ যাননি থানায় সেবা নিতে আসা লোকজনও। পুলিশের হাতে লাল গোলাপ এবং মুখে ‘শুভ ভালোবাসা দিবস’ কথা শুনেই বিস্মিত হয়েছেন সবাই। সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু এ বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।  নগরবাসীর প্রতি আমাদের রয়েছে অকুণ্ঠ ভালোবাসা। এ বন্ধন আরও সুদৃঢ় করতেই ভালোবাসা দিবসে জনসাধারণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।’

সর্বশেষ খবর