সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভাষা আন্দোলন নিয়ে ঢাকায় নতুন ভাস্কর্য

জিন্নাতুন নূর

ভাষা আন্দোলন নিয়ে ঢাকায় নতুন ভাস্কর্য

রাজধানী ঢাকায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে নতুন ভাস্কর্য। পরীবাগের মাথায় বিটিসিএলের প্রধান কার্যালয়ের সামনে নির্মিত এই ভাস্কর্যটি এখন ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছে। ত্রিকোণাকৃতির একটি ভিত্তির ওপর তৈরি হওয়া ভাস্কর্যটিতে  একজন মা তার গুলিবদ্ধ সন্তানের মৃতদেহ নিয়ে প্রতিবাদ করছেন। ১৬ ফুট উচ্চতার এই ভাস্কর্যে আরও আছে বাংলা বর্ণমালা এবং সংখ্যা। তাদের ঘিরে আছে লাল ও সবুজ রঙের দুটি বৃত্ত। এর মাধ্যমে বাংলাদেশ তথা লাল-সবুজের জন্ম হওয়ার বিষয়টি প্রতীকী অর্থে বোঝানো হচ্ছে। ভাস্কর্যটির নাম ‘জননী ও গর্বিত বর্ণমালা’।

ভাস্কর মৃণাল হক এই ভাস্কর্যটি তৈরি করেছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রায় দেড় বছর আগে এই স্থানে ভাস্কর্যটি তৈরি করার জন্য তিনি দক্ষিণ সিটি  করপোরেশনের অনুমতি নেন। এটি দুই মাস আগে অবমুক্ত করা হয়। মৃণাল হক আরও বলেন, ঢাকার সড়কে জনসাধারণের জন্য এটি ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম ভাস্কর্য।

সর্বশেষ খবর