সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পুলিশ হেফাজতে মৃত্যুর দুই মামলা স্থগিতের আবেদন খারিজ

প্রতিদিন ডেস্ক

পুলিশ হেফাজতে মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন এবং জনি হোসেনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের করা হত্যা মামলা স্থগিতে আসামি এক পুলিশ কর্মকর্তার আবেদন নাকচ করেছেন আদালত। বিডিনিউজ

গতকাল একই সঙ্গে দুই মামলার প্রধান আসামি এসআই জাহিদুর রহমান জাহিদের জামিন আবেদন নাকচ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা। তিনি আগামী ১ মার্চ সুজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ এবং জনি হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন। দুটি ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলা তদন্তাধীন থাকায় প্রতিবেদন না আসা পর্যন্ত পরিবারের করা হত্যা মামলা দুটির কার্যক্রম স্থগিতের আবেদন করেছিল আসামি পক্ষ। শুনানি শেষে বিচারক কামরুল হোসেন বলেন, ‘হেফাজতে নির্যাতন নিবারণ আইনের মামলা স্পেশাল আইনের মামলা। এ মামলা স্থগিতের সুযোগ নেই।’ গত বছরের ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী সুজনের মৃত্যুর পর ২০ জুলাই আদালতে হত্যার অভিযোগ এনে মামলা করেন তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি।

সর্বশেষ খবর