শিরোনাম
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খুলনা নগর বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগর বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ক্ষমতা আঁকড়ে রাখতে যেনতেনভাবে খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগের কমিটির লাইসেন্স নবায়নের মতো। খুলনা-২ আসনের বিএনপিদলীয় সাবেক এমপি আলী আসগর লবীর অনুসারী মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নূরুজ্জামান খোকন গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার বাইরে দলের মাঠপর‌্যায়ের ত্যাগী নেতাদের বাদ দিয়েই এ কমিটি গঠন করা হচ্ছে। ২০০৯ সালে প্রশ্নবিদ্ধ সম্মেলনের মাধ্যমে বর্তমান মহানগর কমিটি গঠিত হয়। দুই বছরের দায়িত্বপ্রাপ্ত কমিটি সাত বছরেও ওয়ার্ড পর‌্যায়ে নতুন কমিটি গঠন করেনি। অথচ সম্প্রতি মাত্র দুই সপ্তাহের মধ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে, যা অধিকাংশ ক্ষেত্রেই আগের কমিটির লাইসেন্স নবায়নের মতো। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পাঁচ থানার কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া খুলনায় কোনো সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়নি। খোকন বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি যথাযথ প্রক্রিয়ায় সম্মেলনের প্রস্তুতি গ্রহণ না করায় দীর্ঘদিনের বিরোধ অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে ওয়ার্ড বিএনপির একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর