শিরোনাম
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার

পাওয়ার ও বিল্ডিং কন্সট্রাকশন এক্সপো শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পাওয়ার ও বিল্ডিং কন্সট্রাকশন এক্সপো-২০১৬। কনভেনশন সেন্টারের ২ নম্বর হলের এই আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন নির্মাণকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এক্সপোতে নির্মাণ প্রযুক্তি ও বিদ্যুৎ জ্বালানি খাতের আধুনিক ও নতুন সব পণ্যের সঙ্গে আগত দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হবে। গতকাল বিকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে পাওয়ার ও বিল্ডিং কন্সট্রাকশন এক্সপোর উদ্বোধন করেন। কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এই প্রদর্শনীর আয়োজন করে।

উদ্বোধনী বক্তৃতায় শিল্প সচিব বলেন, এই এক্সপোতে যে ধরনের যন্ত্রপাতি ও পণ্যের প্রদর্শনী করা হচ্ছে তা বাড়ি নির্মাণ ও বিদ্যুত্ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড, রশিদ এন্টারপ্রাইজ, ফোর এস এনার্জি সিস্টেম, বিল্টেক্স টেকনোলজি লি., সাইনোটেক্স বাংলাদেশ লি. ইত্যাদি। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর