সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

শহীদ মিনারে মানুষের ঢল

প্রতিদিন ডেস্ক

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সারা পৃথিবীর মানুষ। এরই ধারাবাহিকতায় মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় অকাতরে জীবন বিলিয়ে দেওয়া বীরসেনানীদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারগুলোতে নামে মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : একুশের প্রথম প্রহরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা। এরপর চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন কাউন্সিলরদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম পেশাজীবী সমন্ব্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী এবং নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী শ্রদ্ধাঞ্জলি জানানোর মূল আয়োজন সঞ্চালনা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন  জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, বিভাগীয় কমিশনার রহুল আমিন, সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মহানগর-উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নগর বিএনপি, আহ্বায়ক আসলাম চৌধুরী এবং সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদের নেতৃত্বে উত্তর জেলা বিএনপি, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ, রেলওয়ে পুলিশসহ অন্যান্য সংগঠন। রাজশাহী : একুশের প্রথম প্রহরে নগরীর ভুবন মোহন পার্কে শ্রদ্ধা জানান এমপি ফজলে হোসেন বাদশা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে নগর আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। সিলেট : প্রথম প্রহরে সব শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রভাতফেরির আয়োজন করা হয়। বরিশাল : প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সঙ্গে ছিলেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, তালুকদার মো. ইউনুস ও শেখ টিপু সুলতান। পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম ইমামুুল হক, ডিআইজিপি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুত্ফর রহমান মণ্ডল, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান। রংপুর : প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশনের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। বিকালে শহীদ মিনারে ৬ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, নীল দল, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। খুলনা : খুলনায় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো বাংলা বর্ণমালাসংবলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে। ময়মনসিংহ : একুশের প্রথম প্রহরের শুরুতেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। পরে জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিনম্র শ্রদ্ধায় ময়মনসিংহে বসবাসরত বিদেশি নাগরিকরাও শহীদ বেদিতে ফুল দিয়ে স্মরণ করেন ভাষাশহীদদের। এরপর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষাশহীদদের। এ ছাড়াও গতকাল দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এ দিনটি।

সর্বশেষ খবর