বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও মাদ্রাসা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বেতন স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত না করায় গত ২১ দিন ধরে অবস্থান ধর্মঘট করছেন তারা। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আশ্বাস না পাওয়ায় গতকাল মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন। তবে সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাঁধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে সেখানেই বসেই দাবি মেনে নিতে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী বিগত দিনে অনেক প্রতিশ্রুতি ও মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্ত থাকলেও আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা হতাশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রায় ৬ হাজার ৮৪৮টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে। এর শিক্ষক হলেন ৩৪ হাজার ২৪০ জন। কিন্তু বর্তমানে ৫ হাজার ৩২৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা প্রায় বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন।

সর্বশেষ খবর